নীলফামারী, বাংলাদেশ গ্লোবাল: নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ে ২২২পদাতিক ব্রিগেড এর সহায়তায় চিকিৎসা এই সেবা প্রদান করা হচ্ছে।
বুধবার দুপুরে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল জে এম বখতিয়ার উদ্দিন ও সম্মিলিত সামরিক হাসপাতাল সৈয়দপুরের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল ওহাব।