রাজবাড়ী, বাংলাদেশ গ্লোবাল : রফিকুল ইসলাম (১০)। সে নওগাঁ যজেলার রায়নগর উপজেলার ভবানীপুর গ্রামের মরহুম বাদেশ মন্ডলের ছেলে। তাকে শনিবার রাত ৮টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেল ষ্টেশনে কান্নাকাটি করছিল।
রফিকুল ইসলামকে স্থানীয় সোনার বাংলা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদের আহবায়ক হেলাল খন্দকার কান্নাকাটির শব্দ শুনে তার কাছে গিয়ে তারা পরিচয় জানতে চান। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জকে অবগত করে রাতে।
আজ রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন রফিকুল ইসলামকে।
শিশু রফিকুল ইসলাম জানায়, ওর পিতা-মাতা মারা গেছে। ভাই এবং ভাবি রাজশাহী থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে তুলে দিয়েছে। থাকতো ভাইয়ের অধীনে। ভাবি এবং ভাই ট্রেনে তুলে দেয়ার সময় বলেছে আমরা আর তোকে রাখবো না, তোর মন যেখানে চায়, সেখানে চলে যাবি। সে তার পরিবারে সাথে থাকতে চায়। এ ছেলেটির পরিবারের সদস্যদের ঠিকানা পেলে হেলাল খন্দকারের ০১৭১৬-১৪০৬৫০ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।