এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বছরের শুরুতেই বলিউড বিগ ফ্যাট ওয়েডিং। 'বরুণ কি শাদি'র জেরে সাজসাজ রব। করোনা আবহের জেরে একদম সীমিত সংখ্যক অতিথির উপস্থিতিতে বিয়ের পর্ব সারছেন বরুণ-নাতাশা। গত ২২ জানুয়ারি থেকে আগামীকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) পর্যন্ত আলিবাগের সাগর ঘেঁসা বিলাসবহুল রিসোর্টে বসেছে বিয়ের আসর।
বায়ো-বাবল প্রোটকল মানা হচ্ছে অনুষ্ঠানে। ২২ এবং ২৩ জানুয়ারি হয়েছে বরুণ-নাতাশার সঙ্গীত ও মেহেন্দির অনুষ্ঠান। ২৪ ও ২৫ তারিখ বিয়ের অনান্য অনুষ্ঠান।
নাতাশা নিজেই ফ্যাশন ডিজাইনার। ডি-ডে-এর পোশাক নিজের ডিজাইন করেছেন বরুণ ঘরণী। বিয়ের অনুষ্ঠানে গোলাপী লেহেঙ্গায় সাজবেন তিনি। সেই পোশাক লেন্সবন্দি হয়েছে পাপারাজ্জিদের ক্যামেরায়। অপর এক অনুষ্ঠানে সাদা গাউনে সাজবেন নাতাশা।