নীলফামারী, বাংলাদেশ গ্লোবাল: নীলফামারী সদর উপজেলায় হতদরিদ্র ৩১৭৬পরিবারের মাঝে ভিজিডি’র চাল বিতরণ শুরু হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা পর্যায়ে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নুরুন্নাহার শাহজাদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রামানিক বক্তব্য দেন।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নুরুন্নাহার শাহজাদী জানান, জেলায় ১৯ হাজার ৮৮২টি সুবিধাভোগী পরিবার সরকারের এই সুবিধা পাচ্ছেন। সুবিধাভোগীরা প্রতি মাসে ৩০কেজি করে চাল পাবেন ২০২২সালের ডিসেম্বর মাস পর্যন্ত।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার জানান, সদর উপজেলায় ৩১৭৬টি পরিবার সুবিধাভোগী রয়েছেন। এরমধ্যে পলাশবাড়ি ইউনিয়নে ১৭৭টি পরিবার রয়েছে। এখান থেকে উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিক ভাবে চাল বিতরণ কর্মসুচী শুরু হলো।