ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার জামিন পেয়েছেন। আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া তিনটার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম তাঁকে জামিন দেন। পাঁচ হাজার টাকা বেইল বন্ডে আগামী ১০ মার্চ পর্যন্ত জামিন পান রন হক সিকদার। জামিনে মুক্ত হওয়ায় এখন তিনি বাবা জয়নুল হক সিকদোরের নামাজে জানাজায় অংশ নিতে পারবেন।
দুপুর আড়াইটার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের এসআই রিপন উদ্দিন আসামি রন হক সিকদারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। রন হকের পক্ষে তাঁর আইনজীবী জামিন আবেদন করেন। বিকেলে আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
এর আগে, দেশে ফিরেই গ্রেফতার হন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার। সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে ডিবির গুলশান বিভাগের একটি দল। বাবার মৃত্যুর কারণে ঢাকায় আসেন রন হক সিকদার। একটি হত্যা চেষ্টার মামলার আসামি হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।