নওগাঁ, বাংলাদেশ গ্লোবাল: নওগাঁয় মুজিব শতবর্ষে শতবল ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ষ্টেডিয়ামে এই টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোঃ শেখ ইউসুফ হারুন।
এসময় জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. হুমায়ূন কবির, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম পিপিএম ও নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়া বিপিএমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট নওগাঁ উপকেন্দ্র ও জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিভাগ সমন্বিত দল। এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহন করবে।