ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এটিএম শামসুজ্জামানের মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশে তাঁর অবদান মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
রাষ্ট্রপতি এটিএম শামসুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আবদুল হামিদ।