ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় খাদ্যমন্ত্রী জানান, এ টি এম শামসুজ্জামান তাঁর কালোত্তীর্ণ অভিনয়ের মাধ্যমে টিভি নাটক ও চলচ্চিত্র অঙ্গনে স্থায়ী আসন করে নিয়েছেন। জনপ্রিয় এ অভিনেতা তাঁর অনবদ্য অভিনয়ের মধ্য দিয়ে দর্শক হৃদয়ে দীর্ঘকাল বেঁচে থাকবেন।