শরীফুল ইসলাম, সাভার, বাংলাদেশ গ্লোবাল: নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকার সাভারে অমর একুশে ফেব্রুয়ারি পালিত হচ্ছে। এ উপলক্ষে রাত ১২টা এক মিনিটে সাভার উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
পরে সাভার উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের প্রতি।
এর আগে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান উপজেলা চত্বরে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতা চত্বরের উদ্বোধন করেন। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।