আদিত্য সরকার, বাংলাদেশ গ্লোবাল: বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি। প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন শুরু হয়।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি তিন বাহিনী প্রধান শ্রদ্ধা নিবেদন করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান এম আবু আশরাফ চৌধুরী এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বাহান্নের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।