এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিনের বাগদান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার রাতে তাঁর বাগদান সম্পন্ন হয়েছে। ফারিয়ার হবু বরের নাম মাহফুজ রায়ান। তিনি একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করেন।
ফারিয়া শাহরিন সাংবাদিকদের বলেন, ‘কয়েক বছর ধরেই আমরা একে অপরকে জানি। অবশেষে দু’জন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ বছরের শেষের দিকে বিয়ের অনুষ্ঠান করবো। দুই পরিবারের সম্মতিতেই আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।’
ফারিয়া শাহরিন ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন। ‘কথা দিলাম’ বিজ্ঞাপন চিত্র করে আলোচিত হয়েছিলেন সে সময়। সম্প্রতি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের তৃতীয় সিজনে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে আলোচিত হন তিনি।