ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা ঠিক হবে, তা নির্ধারণ করতে বিশেষ কমিটি গঠন করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে দুপুরে সচিবালয় এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।
খন্দকার আনোয়ারুল ইসলাম আরো জানান, এক সপ্তাহের মধ্যেই কমিটির সাথে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় হল খোলার দাবিতে যে আন্দোলন চলছে, তা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।