যশোর, বাংলাদেশ গ্লোবাল: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য কোভিড-১৯-এর টিকা গ্রহণ করেছেন। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে তিনি করোনার ভ্যাকসিন গ্রহণ করেন।
এসময় তিনি বলেন, জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা গ্রহণ করছেন। পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে যে সংশয় ছিল তা ইতোমধ্যে কেটে গেছে। আশা করি, সবার অংশগ্রহণের মাধ্যমে আমরা খুব শিগগিরই করোনা মোকাবেলা করতে সক্ষম হবো।
স্বপন ভট্টাচার্য্য আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও সাহসী পদক্ষেপের ফলে অনেক উন্নত দেশের আগেই আমরা করোনার টিকা পেয়েছি।