দিনাজপুর, বাংলাদেশ গ্লোবাল: দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নে মাদক বিক্রির নগদ অর্থ, গাঁজা, ও দেশীয় চোলাই মদসহ ফরিদা বেগম (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা শাখা ডিবি।
সোমবার (২২ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে ৪ নং শেখপুরা ইউনিয়নের উত্তর রাজারামপুর তামতুলপাড়ায় অভিযান তার বাড়ি থেকে আটক করা হয়। সে ওই গ্ৰামের দুলাল হোসেনেল স্ত্রী।
জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ ইমাম জাফর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ ৮২ হাজার ৪০ টাকা, ২০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার চোলাই মদসহ তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, এসময় ডিবির উপস্থিতি টের পেয়ে ফরিদার স্বামী মাদক ব্যবসায়ী দুলাল হোসেন বাড়ি থেকে পালিয়ে যায়। এ বিষয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আসামীকে জেল হাজতে প্রেরন করা হবে।