আদিত্য সরকার, বাংলাদেশ গ্লোবাল: করোনাভাইরাস প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এসেছে ২০ লাখ করোনার টিকা। সোমবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভারতের স্পাইস জেট এসজি-০০৬৩ ফ্লাইটটি কোভিশিল্ড ভ্যাকসিনের ২০ লাখ ডোজের চালান নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দ্বিতীয় চালানে আসা করোনাভাইরাস প্রতিরোধী টিকার ২০ লাখ ডোজের নমুনা পরীক্ষার জন্য আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ঔষধ প্রশাসন অধিদফতরে পাঠানোর কথা রয়েছে।
দ্বিতীয় চালানে আসা করোনা ভ্যাকসিন ফ্লাইট থেকে নামানোর পর বিমানবন্দর থেকে বিশেষ ফ্রিজার কাভার্ড ভ্যানে করে নিয়ে যাওয়া হবে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউজে।
এর আগে, করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের ২০ লাখ ডোজ বাংলাদেশকে উপহার দেয় ভারত। এরপর গত ২৫ জানুয়ারি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনায় প্রথম চালানে ৫০ লাখ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসা হয়।