চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে মোসা. মিলি বেগম নামে এক গৃহবধূকে হত্যা করেছে তারই পাষন্ড স্বামী।
সোমবার(২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধু জেলার সদর উপজেলার কালুপুর কুলপাড়ার মো. জহরুলের সহধর্মিণী মিলি বেগম (৩৫)।
স্থানীয় প্রতিবেশি ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে তার স্বামীর বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে এসময় ঘটনাস্থলেই নিহত হয় মিলি। এ ঘটনায় স্বামী জহুরুল পলাতক রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পলাতক স্বামী জহরুলকে আটক করতে বিভিন্নস্থানে পুলিশের অভিযান পরিচালনা করা হচ্ছে।