রিংকু কুন্ডু, সিরাজগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে কোনাবাড়ি এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে হতাহতের এই ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম জোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঢাকাগামী যুগান্তর পরিবহনের একটি বাসের সাথে সিরাজগঞ্জগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে প্রাণহানির এই ঘটনা ঘটে। দু‘টি গাড়িই বেশ গতিতে চলছিল। বাসের সামনের চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন ট্রাকের সাথে বাসের ধাক্কা লাগে বলেও জানান তিনি।
পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।