নোয়াখালী, বাংলাদেশ গ্লোবাল: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরেরর হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বুরহানের পিতা নোয়াব আলী মাস্টার বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার ওসি জাহিদুল হক রনি জানান, নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের পিতা অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন। আমরা সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।