বাপ্পী রাম রায়, সুন্দরগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলাম রব্বানী রুবেলকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার গুলি ও রিভলবারসহ গ্রেপ্তারের ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, মাহবুর নামে গ্রেপ্তারকৃত অন্য এক মামলার আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রিভলবার ও গুলিসহ রুবেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলাম রব্বানী রুবেল উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্য পরাণ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।