স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বিকেলে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে রওনা দেবে টাইগাররা।
তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ নিজ নিজ বাসা থেকে বিমানবন্দরে গেছেন। আর বিসিবি একাডেমি থেকে এয়ারপোর্টে পৌঁছে গেছেন ১০ ক্রিকেটার। এখন থেকে সার্বিক তত্ত্বাবধানে বিদেশ সফরে দলের সঙ্গে যাচ্ছেন বোর্ডের একজন পরিচালক। আগামী ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে মাঠে গড়াবে দুই দলের সিরিজ। আর হ্যামিল্টনে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ মার্চ।