রিংকু কুন্ডু, সিরাজগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিপক্ষের হামলায় নিহত বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসালমের নির্বাচনী এলাকা ৬নং ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণ চলছে। এবার এই আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করছে নিহত তরিকুল ইসলামের স্ত্রী হাসিনা খাতুন।
রোববার সকাল ৮টা থেকে সিরাজগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের ৩ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ ওয়ার্ডে মোট ৭ হাজার ৫শ ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এবার ৬ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছে। এরমধ্যে পূর্বের ৫ প্রার্থীর সাথে নিহত কাউন্সিলর তরিকুল ইসলামের স্ত্রী হাসিনা খাতুন ডালিম প্রতীক নিয়ে নতুন প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। কেন্দ্রগুলোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে অতিরিক্ত পুলিশ।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডে ফলাফল ঘোষণার পরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয় বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম। পরে নির্বাচন কমিশন বিধিনুযায়ী তফসিল ঘোষণা করে আজকে পুনরায় ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেন।
বাংলাদেশ গ্লোবাল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের Facebook পেজ