চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল : চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরে বাবাকে হত্যায় অভিযুক্ত ছেলে সুজন আলী (২৮) কে পুলিশ গ্রেফতার করেছে।
রোববার (২৮ প্রেব্রুয়ারি) ভোরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে সুজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ বাবুল সরদার জানান, মোবাইল ট্রাকিং এর মাধ্যমে অবস্থান নিশ্চিত হওয়ার পর নাচোল থেকে রোববার ভোরে সুজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, নিহত তরিকুলের স্ত্রী ছবি খাতুন বাদি হয়ে ছেলে সুজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ সুজনকে গ্রেফতার করেছে। থানায় দায়ের করা মামলায় উল্লেখ করা হয় শনিবার দুপুরে ট্রলি কেনার টাকা চেয়েছিল তরিকুলের কাছে তার ছেলে সুজন।
এসময় ছেলেকে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বাবা ও ছেলের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সুজন তার বাবা তরিকুল ইসলামকে গলা টিপে হত্যা করে।
বাংলাদেশ গ্লোবাল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের Facebook পেজ