কুষ্টিয়া, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমারখালি উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারী) বেলা ১১ কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয কুমারখালি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
আরও বক্তব্য রাখেন, কুমারখালি উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাতিল মাহমুদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আল কামাল মোস্তফা, সদস্য সচিব হাজী মনোয়ার হোসেন প্রমুখ।
সভায় সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জোর দাবি করা হয়।
বাংলাদেশ গ্লোবাল/এমএন
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com