পাবনা, বাংলাদেশ গ্লোবাল: পাবনার কাশিনাথপুরের যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। নিহত লিটন আলী (৩৪) পাবনার ফরিদপুর উপজেলার হাদল গোয়াল গাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে।
মাধপুর হাইওয়ে থানার এস আই ইছাহাক আলী জানান, সোমবার (১৭ জানুয়ারী) সকালে পিয়াস নামের যাত্রীবাহী একটি বাস কাজিরহাট থেকে পাবনা শহরের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১ টার দিকে বাসটি পাবনা-ঢাকা মহাসড়কের কাশিনাথপুরের দ্বারিয়াপুর নামকস্থানে পৌছালে উল্টোদিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই মোটর সাইকেলের চালক লিটন আলী নিহত হয়।
পুলিশ বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও হেলপার পালাতক।
বাংলাদেশ গ্লোবাল/এমএন
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com