কুড়িগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইটভাটার মাটি পরিবহনের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইমরান হোসেন সাদিক নামের ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলার নেওয়াশী ইউনিয়নের গাগলা বাজার স্বংলগ্ন বলদিটারী মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি নেওয়াশী ইউনিয়নের বলদিটারী মাস্টারপাড়া এলাকার ইছা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ির সামন দিয়ে এ.এন ব্রিকস ইটভাটার ট্রাক্টর যাতায়াতের সময় শিশুটি ট্রাক্টরে ওঠার বায়না ধরলে ওর মা সাদিয়া বেগম শিশুটিকে ট্রাক্টরে তুলে দেয়। দুবার যাতায়াতও করে। তৃতীয়বারে ভাটার কাছের উঁচুস্থানে ওঠার সময় ট্রাক্টর থেকে পরে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর দুই পক্ষের সমঝোতায় মরদেহ স্বজনদের হস্তান্তর করে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বাংলাদেশ গ্লোবাল/এমএন
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com