ঠাকুরগাঁও, বাংলাদেশ গ্লোবাল: ঠাকুরগাঁওয়ের জেলা পুলিশের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সোমবার (১৭ জানুয়ারী) পুলিশ লাইনস মাঠ চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের আয়োজনে বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মির্জা তারেক আহমেদ বেগ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোছা: সুলতানা রাজিয়া, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ট্রাফিক শাখার ইনচার্জ মো: হারুন আল মাসুদ সরকার প্রমুখ।
এ সময় ছয়শ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশ গ্লোবাল/এমএন
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com