স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কমনওয়েলথ গেমস ক্রিকেটের বাছাইপর্বের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। টি-টুয়েন্টির লড়াইয়ে মালয়েশিয়াকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে টিম টাইগ্রেস। কুয়ালালামপুরে স্বাগতিকদের মাত্র ৪৯ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। মাত্র ৮ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় মেয়েরা।
ওপেনিং জুটি থেকে আসে ৩৮ রান। ১৯ বলে ২৮ রানের ইনিংস খেলে শামামী সুলতানা আউট হলে ভাঙে প্রথম উইকেট জুটি। জয় থেকে যখন ৬ রান দূরে তখন আউট হন আরেক ওপেনার মুর্শিদা খাতুন। এ বাঁহাতি ব্যাটার ১৬ বলে করেন ১৪ রান।
অধিনায়ক নিগার সুলতানা ৩ ও ফারজানা হক ৭ রানে অপরাজিত থেকে ১২ ওভার আগেই খেলা শেষ করেন।
কিনরারা একাডেমি ওভাল মাঠে সকালে টস জিতে আগে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক। সালমা-রুমানাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রানের দিকে ছুটতে পারেনি স্বাগতিকরা। ২০ ওভার খেলেও দলীয় পঞ্চাশও করতে পারেনি। তারা হারায় ৯ উইকেট।
৪ ওভারে মাত্র ৪ রান খরচায় দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রুমানা আহমেদ। টি-টুয়েন্টিতে অভিষিক্ত পেস বোলার সুরাইয়া আজমিন ছন্দা ৪ ওভারে ৭ রান দিয়ে শিকার করেন দুটি উইকেট।
সালমা খাতুন, রিতু মনি ও নাহিদা আক্তার নেন একটি করে উইকেট।
বাংলাদেশ গ্লোবাল/এইচএম
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com