সাভার, বাংলাদেশ গ্লোবাল: ঢাকার ধামরাই উপজেলায় রাস্তা নির্মাণে অত্যন্ত নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালু ব্যবহারের অভিযোগ উঠেছে এক ঠিকাদারে বিরুদ্ধে।
ফায়ার সার্ভিস অফিস হতে কুল্লা ইউপি অফিস পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ৭২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এ সড়কের কাজ পায় এইচএম টেডার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান।
প্রায় ২ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলছেন এলাকাবাসী। এলাকাবাসী ওই সমস্ত ইট দিয়ে রাস্তার কাজ করতে নিষেধ করলে ঠিকাদারের শ্রমিকরা অর্ধেক রাস্তায় খোয়া বিছিয়ে কাজ ফেলে চলে যায় এতে করে কয়েক হাজার এলাকাবাসী চরম দুর্ভোগে পরেছে।
ধামরাই উপজেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিজুল হক বলেন, তদন্ত করে ওই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ গ্লোবাল/এমএন
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com