নীলফামারী, বাংলাদেশ গ্লোবাল: ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি) এর উদ্যোগে নীলফামারীতে তিনশত শীতার্তের মাঝে উষ্ণ ভালোবাসা হিসাবে কম্বল বিতরণ করেছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুপুরে জেলা শহরের নতুন দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার। সভাপতিত্ব করেন ব্যুরো বাংলাদেশের যোনাল ম্যানেজার আওলাদ হোসেন।
এ সময় ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম, ব্যুরো বাংলাদেশের এরিয়া ম্যানেজার সেলিম হোসেন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক আমিনা খাতুন, ইউএসএস’র প্রকল্প সমন্বয়কারী শাহনাজ পারভীন ও নুতন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমাউন কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ গ্লোবাল/এমএন
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com