মেহেরপুর, বাংলাদেশ গ্লোবাল: ভেজাল পণ্য উৎপাদনের দায়ে মেহেরপুরের গাংনীর মালশাহদাহ গ্রামে একটি ফ্যাক্টরিতে অভিাযান চালিয়েছে ডিবি পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের একটি দল।
বিএসটিআই থেকে একটি পণ্যের অনুমোদন নিয়ে তারা তৈরী করছিলো ১৬টি পণ্য। এ সময় ভোক্ত অধিকার আইনে কারখানা মালিক আসাদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুপুরে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাসতুরা আমিনা জানান, আসাদুল ইসলামের কারখানায় ডিটারজেন্ট পাওয়ার তৈরীর জন্য বিএসটিআই অনুমোদন রয়েছে। এর আড়ালে তিনি তৈরী করছেন টয়লেট ক্লিনার, গল্টাাস ক্লিনার, ডিস ওয়াশ ও ফ্লোর ওয়াশসহ বিভিন্ন প্রকার ক্লিনিং পণ্য। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ভ্রাম্যমান আদালতের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় অনুমোদনহীন এসব পণ্য উদ্ধার করা হয়।
বাংলাদেশ গ্লোবাল/এমএন
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com