সভার, বাংলাদেশ গ্লোবাল: ঢাকার সাভারে গ্যাসের চুলায় আগুনের ঘটনায় দগ্ধ দুই নারীর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (১৯ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বুধবার (১১ মে) বিকেলে সাভারের দক্ষিণ নামা বাজার এলাকায় দারোগ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সেলিনা বেগম (৬৫) ওই এলাকার মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। সে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার সজারিয়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। অপর চিকিৎসাধীনন নারী মিতু আক্তালের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার।
ওই বাড়ির মালিক দারোগ আলী জানান, তাদের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন নিহত সেলিনা বেগমের মেয়ে ও মিতু আক্তার। ঘটনার দিন হঠাৎ ঘরে গ্যাসের গন্ধ বের হচ্ছিলো। সে সময় দগ্ধরা ওই কক্ষে গিয়ে গ্যাসের অটো চুলা জ্বালায়। চুলা জালাইতেই সেই আগুনে তারা উভয়ে দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে একজন মারা যান। নিহতের মরদেহ বাসায় আনা হয়েছে।
বাংলাদেশ গ্লোবাল/এমএন
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com