নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মহান একুশের অমর সঙ্গীতের রচয়িতা, বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর নামাজে জানাজা আজ শুক্রবার (২০ মে) অনুষ্ঠিত হবে। বাদ জুম্মা পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ সবাইকে তাঁর নামাজে জানাজায় অংশ নিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও জান্নাতবাসের জন্য দোয়ায় শামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া সম্পন্ন করে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আগামী সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যতো দ্রুত সম্ভব ঢাকায় পাঠানোর জন্য বাংলাদেশ হাইকমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com