কুষ্টিয়া, বাংলাদেশ গ্লোবাল: কুষ্টিয়া পৌর শহরের চর মিলপাড়া এলাকায় বাকবিতণ্ডে ছেলের লাঠির আঘাতে বাবা বাবু শেখ (৫০) এর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত বাবু শেখ ওই এলাকার মৃত মকবুল শেখের ছেলে। অভিযুক্ত ছেলে রমিজ (২০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম।
নিহতের আরেক ছেলে রইজ জানান, ঢাকার একটি কোম্পানীতে কাজ করে বাবু শেখ। কিছু দিন আগে বাড়িঘর মেরামতের জন্য বাড়িতে আসেন তিনি। সংসার চালানো নিয়ে রমিজের সাথে ঝগড়া বাঁধে দুজনের। এ নিয়ে আজ সকালে আবারও ঝগড়া বাঁধে তাঁদের। রমিজের হাতে থাকা লাঠি দিয়ে মাথায় আঘাত করে বাবাকে। তাঁকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর থেকে রমিজ পলাতক।
ওসি জানান, জেনেছে পারিবারি জেরে তিনি হত্যাকান্ডের শিকার। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ গ্লোবাল/এমএন
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com