গাজীপুর, বাংলাদেশ গ্লোবাল: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছে। আজ শনিবার (২১ মে( দুপুরে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ১১টার দিকে উপজেলার নলছাটা এলাকায় একটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
দেলোয়ার হোসেন আরও বলেন, একটি পিকআপ ভ্যান রেল ক্রসিং পার হওয়ায় সময় প্রভাতী এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারায়।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com