ভোলা, বাংলাদেশ গ্লোবাল: ভোলায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে এমভি তামিম-শামীম নামে বালু ভর্তি একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। জেলার ইলিশা ও জোরখাল এলাকায় ৩টি জেলে নৌকা ও ২টি দোকান ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
শনিবার (২১ মে) সকাল ৮টার দিকে সদর উপজেলার তুলাতলি (মেঘনা নদীতে) এলাকায় এ বাল্কহেড ডুবির ঘটনা ঘটে।
ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ করে জেলায় কালবৈশাখী ঝড় শুরু হয়। তুলাতলি এলাকায় ঝড়ের কবলে পড়ে বাল্কহেডটি। মুহুর্তের মধ্যে তা ডুবে যায়৷ এসময় বাল্কহেডে থাকা ৬ শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
এদিকে জেলার ইলিশা ও জোরখাল এলাকায় ৩টি জেলে নৌকা ও ২টি দোকান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বাংলাদেশ গ্লোবাল/এমএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com