ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এবারের নির্বাচনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন অ্যান্টনি আলবেনিজ। প্রথম ইতালীয়-অস্ট্রেলীয় বংশোদ্ভূত হিসেবে তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ক্ষমতাসীন লিবারেল-ন্যাশনাল জোট এ নির্বাচনে হেরে গেছে।
লেবার পার্টির নেতা অ্যান্টনি আলবেনিজ মূলত অস্ট্রেলিয়ার সবচেয়ে দীর্ঘ সময়ের রাজনীতিবিদদের একজন। তিনি বলেছেন, পার্লামেন্টে আধুনিক অস্ট্রেলিয়াকে প্রতিফলিত করার সময় এসেছে। এছাড়াও পাবলিক হাউজিংয়ে ছোটবেলায় কীভাবে তার জীবন শুরু করেছেন তাও তিনি উল্লেখ করেছেন।
অস্ট্রেলিয়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ব্যবস্থার নীতি রক্ষার বিষয়ে কাজ করে তিনি জনপ্রিয়তা পান। এলজিবিটি (সমকামী) সম্প্রদায়ের পক্ষে তিনি কাজ করেছেন। এছাড়া তিনি একজন প্রজাতন্ত্রী এবং একজন উত্সাহী রাগবি লিগ ভক্ত।
বাংলাদেশ গ্লোবাল/এমএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com