ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে থাই এয়ারওয়েজের একটি বিমানযোগে আগামীকাল সোমবার (২৭ জুন) দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর গুলশানের বাসায় যাবেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com