ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। অর্থাৎ আগামী ১০ জুলাই (রোববার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। আজ বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানায়। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বৈঠকে সভাপতিত্ব করেন।
এর আগে, রাজধানীর বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের শেরপুর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার উপ-পরিচালকরা চাঁদ দেখার বিষয়টি জানান।
এদিকে, বুধবার (২৯ জুন) মধ্যপ্রাচ্যের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশগুলোতে বৃহস্পতিবার (৩০ জুন) ১৪৪৩ হিজরি সনের জিলহজ মাস শুরু হয়েছে। ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৯ জুলাই। হজ অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com