ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান। আজ শনিবার দক্ষিণ ইরানে একের পর এক ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২। ভূমিকম্পে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আটজন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিকের তথ্য অনুযায়ী, দক্ষিণ ইরানের বন্দর-ই লেঙ্গেহ শহরের কাছে চারটি পৃথক ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে একটির মাত্রা ৬.১।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারও একটি ৬.২ মাত্রার ভূমিকম্পের কথা জানিয়েছে। কম্পন অনুভূত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এমনকি অন্যান্য দেশ যেমন” বাহারাইন, সৌদি আরব, ওমান, পাকিস্তান, কাতার এবং আফগানিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের সব কর্মীকে সতর্ক থাকতে বলা হয়েছে। এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com