নড়াইল, বাংলাদেশ গ্লোবাল: নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে চারজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রোববার নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আমাতুল মোর্শেদা তাদের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, পুলিশ আসামিদের পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, আজ সকাল ১০টায় গ্রেপ্তারকৃত আসামি রহমতুল্লাহ বিশ্বাস রনি, শাওন খান, মনিরুল ইসলাম এবং সৈয়দ রিমনকে আদালতে হাজির করা হয়।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com