ঢাকা      শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
IMG-LOGO
শিরোনাম

বান্দরবানে ভ্রমণে নিষেধাজ্ঞা আবারও বাড়ল

IMG
16 November 2022, 9:27 PM

বান্দরবান, বাংলাদেশ গ্লোবাল: বান্দরবান জেলার দুই উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো আরো চারদিন। নিরাপত্তার কারণে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি ও রুমা উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ওই দুই উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ নিয়ে সপ্তমবারের মতো রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো।

এদিকে জেলার আলীকদম উপজেলার পর এবার থানচিতেও পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।


বাংলাদেশ গ্লোবাল/এমএফ

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন