ঢাকা      শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
IMG-LOGO
শিরোনাম

জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব শুরু হচ্ছে শুক্রবার

IMG
24 November 2022, 8:29 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে আগামীকাল (শুক্রবার) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুরু হচ্ছে দুই দিনের জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। এটি উৎসবের ৩৩তম আসর।

সকালে এর উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রথম দিনের আসরে সম্মাননা জানানো হবে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও বাচিকশিল্পী আশরাফুল আলম এবং মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী মো. রফিকুল আলমকে।

একক ও দলীয় পরিবেশনায় এবারের উৎসবে সারা দেশের প্রায় ২০০ জন শিল্পী অংশ নেবেন। সুরতীর্থ, সংগীতভবন, বিশ্ববীণা, বুলবুল লতিকলা একাডেমি (বাফা), উত্তরায়ণ- এ পাঁচটি সংগীত দল উদ্বোধনী পর্বে অংশ নেবে। দুই দিনের অনুষ্ঠানে গানের পাশাপাশি আবৃত্তি পরিবেশন করা হবে।

বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক পীযূষ বড়ুয়া।



বাংলাদেশ গ্লোবাল/এমএফ

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন