ঢাকা      শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
IMG-LOGO
শিরোনাম

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনে নব নিযুক্ত দুই সদস্যের শপথ গ্রহণ

IMG
11 January 2023, 8:34 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ সরকারী কর্ম কমিশনে নবনিযুক্ত দুই সদস্য আজ শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ তাদের শপথ পড়ান। শপথ নেয়া দুই সদস্য হলেন: সাবেক সচিব মো. খলিলুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক। আজ দুপুর দেড়টায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সরকারী কর্ম কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন