ঢাকা      সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
IMG-LOGO
শিরোনাম

টাকার বিনিময়ে সুকেশের প্রেমিকা হয়েছিলেন নোরা

IMG
24 January 2023, 9:40 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের (ইডি) জিজ্ঞাসাবাদের প্রতারক সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে একের পর এক বদনাম করেছেন নোরা। নিজেকে সেফ সাইডে রাখতেই এসব বলেছেন তিনি।

নোরার এ ধরনের কথা কারাগারে থাকা সুকেশের কানে। এরপর বন্দী অবস্থায় নোরাকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। কয়েকদিন আগে সুকেশ জানান, নোরা সবসময় জ্যাকুলিন ফার্নান্দেজকে হিংসা করতেন। এবার দাবি করলেন, তার কাছ থেকে মোটা টাকা নিয়ে মরোক্কোতে বাড়ি কিনেছেন নোরা।

তবে নোরা জানিয়েছেন, সুকেশ নাকি তাকে কথা দিয়েছিলেন বিলাসবহুল জীবন যাপনের। শর্ত একটাই ছিল, তার প্রেমিকা হয়ে থাকতে হবে তাকে।

সম্প্রতি দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে প্রতারক সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে সরব হন নোরা। নিজের গোপন জবানবন্দিতে অভিনেত্রী জানান, বান্ধবী হওয়ার পরিবর্তে বিলাসবহুল গাড়ি-বাড়ির প্রতিশ্রুতি দিয়েছিল সুকেশ। পিঙ্কি ইরানির মাধ্যমে তার যোগাযোগ হয় সুকেশের সঙ্গে। তিনি চিনতেন না সুকেশকে। তার সঙ্গে কখনও সামনাসামনি আলাপ বা ব্যক্তিগত সম্পর্ক ছিল না।

সুকেশের পাল্টা দাবি, এখন নোরা গল্প বুনছেন। এসব অভিযোগ ভিত্তিহীন। আইন ও ইডির হাত থেকেই বাঁচতেই এত কিছু বলছেন তিনি।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন