ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবির আন্দোলন আরও বেশি সোচ্চার হবে, আরও বেশি বেগবান হবে।’ আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সন্ত্রাস ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের গ্রেপ্তার, অত্যাচার, নির্যাতন ও গুলিবর্ষণ করে হত্যা করছে।’
মির্জা ফখরুল বলেন, ‘দেশের জনগণের গণতন্ত্রের আকাঙ্খাকে দমন করতে না পেরে তারা আরও হিংস্র হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে। এবার যে আন্দোলন শুরু হয়েছে, সে লড়াই অবশ্যই সফল হবে এবং এই সরকারের পতন ঘটিয়ে তারা সেই আন্দোলনকে সফল করবে।’ মির্জা ফখরুল বলেন, ‘সংসদ বাতিল, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক বন্দি নেতাদের মুক্তি দাবি, নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও ভোটের অধিকার পুনরুদ্ধারের দাবিতে আমরা আন্দোলন শুরু করেছি। এ আন্দোলনে ইতোমধ্যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এই আন্দোলন বেগবান করার জন্য আমরা ইতোমধ্যে নতুন করে কর্মসূচি শুরু করেছি।’
এ সময় বিএনপি মহাসচিব ঢাকা উত্তর ও দক্ষিণের চার স্থানে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন। ঢাকা উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ, ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিএনপি
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com