দিনাজপুর, বাংলাদেশ গ্লোবাল: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেলান নদীর ৯ কিলোমিটার নদী খনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দিনাজপুর ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে কাচিনীয়া বাজার বেলান নদীর খনন কাজের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
এসময় তিনি বলেন, বিএনপি শেখ হাসিনা সরকারের উন্নয়ন চোখে দেখে না। তারা তো উন্নয়ন করতে পারেনি; যখন ক্ষমতায় ছিলো, তখন উন্নয়নের নামে কারেন্টের খাম্বা দিয়ে দেশের টাকা লুট করে নিয়ে গেছে। বিএনপি-জামায়াতের সময় তারেক রহমান পঞ্চগড়ে একটা খাম্বা কারখানা তৈরি করে দেশের টাকা চুরি করে নিয়ে গেছেন। আওয়ামীলীগ সরকার যখন চ্যালেঞ্জ গ্রহণ করে পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু করলো - তখন তারা তার বিরোধিতা করেছে। মানুষকে মিথ্যে বলে বিভ্রান্ত করেছে। ওরা মনে করেছে, রাতের আধারে পদ্মা সেতু পার হলে আওয়ামী লীগ দেখতে পারবে না। বিএনপি নেতা-কর্মীরা আবার রাতের আঁধারে পদ্মা সেতু পার হয়ে মিছিল-মিটিং করে বেড়াচ্ছে।
তিনি আরো বলেন, খালেদা জিয়ার বাড়ি তো দিনাজপুরে নয়। তার জন্ম তো ভারতের শিলিগুড়িতে। প্রথমে তারা আসেন কুষ্টিয়ায়। তার বাবা যখন কুষ্টিয়ায় কাজের সুবিধা করতে পারেননি - তখন তারা দিনাজপুরে আসেন। এখান থেকে তারা আবার ফেনীতে চলে যান। দিনাজপুরে এসে তারা বাড়ি করেন। আর ২ বোন মন্ত্রী হয়ে যান। তাদের বাড়ি কিন্তু দিনাজপুরে না। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এদেশের কৃষকের কথা চিন্তা করে সরকার সেচ প্রকল্পের মাধ্যমে নদী অববাহিকায় পানি ধরে রাখতে কৃষি খাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন প্রকল্পের কাজ করছে।
চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার সাহার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার, চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিম সরকার।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com