ঢাকা      শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
IMG-LOGO
শিরোনাম

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার : ত্রাণ প্রতিমন্ত্রী

IMG
26 January 2023, 3:10 PM

সাভার, বাংলাদেশ গ্লোবাল: বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। এই সরকারের সময় গ্রামীণ অবকাঠামোয় ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ঢাকার সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে পাঁচটি রাস্তা ও তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আরও বলেন, দেশের উন্নয়ন থামাতে একটি রাজনৈতিক দল প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাস্তা ও তিনটি প্রাথমিক বিদ্যালয় সাভার এলজিইডি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অর্থায়নে নির্মিত হয়েছে। এর আগে, সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন ডা. এনামুর রহমান।

সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন এসময় উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন