সিলেট, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরে দুর্দান্ত সূচনা করেছে নবাগত দল সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্বে আসরে জয়ের ধারা ছুটিয়েই চলছে দলটি। সিলেটবাসীর তাই আনন্দের সীমা নেই। সিলেট পর্ব শুরুর আগে দলকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিলেন তারা। স্বাগতিকদের বরণ করে নিতে নগরীতে ছিল ক্রিকেটপ্রেমীদের ঢল।
নিজ শহরে পৌঁছে অনন্য অভিজ্ঞতার সাক্ষী হলো স্ট্রাইকার্স। সবশেষ কবে বিপিএলের কোনো দলকে এভাবে বরণ করে নিয়েছেন সমর্থকরা, সেটি মনে করা কষ্টসাধ্য। ভালোবাসায় সিক্ত হলো সিলেট স্ট্রাইকার্স। সিলেটের জনগণ দলকে নিয়ে বাইক র্যালির আয়োজন করেন। সিলেট বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে হোটেলে পৌঁছায় স্ট্রাইকার্স। দেখে মনে হতে পারে যেন রাজনৈতিক দলের মিছিল।
শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে আগামীকাল শুক্রবার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে মাশরাফির দল। এরই মধ্যে সাত ম্যাচ খেলে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চায়ের নগরীর দলটি।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com