ঢাকা      বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
IMG-LOGO
শিরোনাম

৫ বছর পর প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

IMG
28 January 2023, 3:27 PM

রাজশাহী, বাংলাদেশ গ্লোবাল: দীর্ঘ পাঁচ বছর পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমন উপলক্ষে রাজশাহী শহর সেজেছে নতুন সাজে। নগরজুড়ে করা হয়েছে সাজসজ্জা, লাইটিং। প্রতিটি প্রান্তে যেন উৎসবের আমেজ। মানুষের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।

নগরের আলুপট্টি মোড়ে বাংলাদেশের পতাকার আদলে তৈরি পোশাক পরা ও হাতে নৌকা নিয়ে দাঁড়ানো দুইজন আওয়ামী লীগের কর্মী। ছবি: আবু সাঈদ নিশান
নগরের আলুপট্টি মোড়ে বাংলাদেশের পতাকার আদলে তৈরি পোশাক পরা ও হাতে নৌকা নিয়ে দাঁড়ানো দুইজন আওয়ামী লীগের কর্মী। ছবি: আবু সাঈদ নিশান
আবু সাঈদ নিশান

রোববার (২৯ জানুয়ারি) রাজশাহীর ফায়ার সার্ভিস মোড়ের মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। যার জন্যই এতো আয়োজন। জনসভাকে কেন্দ্র করে পাল্টে গেছে নগরীর চিত্র। তাকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছেন রাজশাহীর সর্বস্তরের মানুষ।

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রথমে যাবেন রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে। সেখানে নবীন বিসিএস পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন। এরপর বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন। এরপর রাজশাহীতে চলমান ৩১টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ২৫টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন ও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এদিকে, নেতাদের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন ও তোরণে ভরে গেছে পুরো শহর। সড়ক বিভাজকগুলোতে করা হয়েছে রঙ। বিভিন্ন জায়গায় দেখা মিলছে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা। কেউ কেউ হাতে নৌকা নিয়ে ঘুরছে। কেউবা নিজের পছন্দের বাইককেই সাজিয়েছে নৌকার আদলে। এমনই একজনের সঙ্গে কথা হয়েছে সময় সংবাদের।

রাজশাহীর ফায়ার সার্ভিস মোড়ে দাঁড়িয়ে সোলাইমান গাজী বলেন, 'অনেক বছর পর রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। তার আগমন উপলক্ষেই আমি আমার মোটরসাইকেলটিকে নৌকার আদলে সাজিয়েছে। তাকে বরণ করে নিতে আমরা রাজশাহীবাসী প্রস্তুত আছি।'

নগরের আলুপট্টি মোড়ে দেখা মেলে বাংলাদেশের পতাকার আদলে পোশাক পরা ও হাতে নৌকা নিয়ে দাঁড়ানো আরো দুইজন আওয়ামী লীগ কর্মীর সঙ্গে।

এ সময় রাজশাহী আওয়ামী লীগের এক কর্মী রহমান গাজী বলেন, 'প্রধানমন্ত্রীর আগমনে আগামীকাল মাদ্রাসা ময়দান জনসমুদ্রে পরিণত হবে। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। সারা উত্তরবঙ্গের মানুষ তার অপেক্ষায় আছেন। এ জনসভায় প্রধানমন্ত্রী রাজশাহীবাসীকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।’

এদিকে, শনিবার (২৮ জানুয়ারি) সকালে মাদ্রাসা ময়দানে গিয়ে দেখা গেছে, মঞ্চ তৈরির কাজ শেষ। মাঠও প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করতে শহরজুড়ে আগেই লাগানো হয়েছে মাইক। মাঠের পরিধি বড় করতে দক্ষিণ পাশের সীমানা প্রাচীরটি ভেঙে দেয়া হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে মাঠের পাশে বসানো হয়েছে অস্থায়ী টয়লেট। রাজশাহী ওয়াসা ব্যবস্থা করেছে পানি সরবরাহের। জনসভাস্থলে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শহরজুড়েও চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর টহল।

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহী মহানগর একসময় ধুলোচরের শহর ছিল। আজ এটি আধুনিক মহানগরী। সারা দেশে উন্নয়নের যে জোয়ার, সেই জোয়ারের সঙ্গে রাজশাহীও সমান তালে এগিয়ে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতেই মানুষের ঢল নামবে।’


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন