ঢাকা      শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
IMG-LOGO
শিরোনাম

ভ্যাকসিনের কৃতজ্ঞতা বোধ থেকেই জনগণ নৌকায় ভোট দিবে : ইকবালুর রহিম

IMG
28 January 2023, 4:49 PM

দিনাজপুর, বাংলাদেশ গ্লোবাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে সকলকে করোনার ভ্যাকসিন দিয়েছেন। সেই কৃতজ্ঞতা বোধ থেকেই জনগণ আবারও নৌকায় ভোট দিবেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। আজ শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (শীতবস্ত্র) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম বলেন, করোনার সময় সারা বিশ্বেই শোচনীয় অবস্থা ছিল। অনেক উন্নত দেশেও করোনায় অনেক প্রাণহানি হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্ব ও সঠিক সময়ে সকলে করোনার ভ্যাকসিন দেয়ায় সেই ভয়াবহতা থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। আওয়ামী লীগ সরকার কখনো বিএনপির মতো প্রতিহিংসার রাজনীতি করে না। দলমত নির্বিশেষে এদেশের সকল জনগণকেই প্রধানমন্ত্রী বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছেন। বিনামূল্যে এই করোনার ভ্যাকসিন দেয়া ও জীবন রক্ষার কৃতজ্ঞতা বোধ থেকেই জনগণ আবারও নৌকায় ভোট দিবেন বলেও মনে করেন তিনি।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জ্যোসনা, দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ইয়াজদান মার্শাল, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী বক্তব্য রাখেন।

দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগেরসহ সভাপতি ওহায়েদুল আলমসহ উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন